Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গল্প নয় সত্যি
ডাউনলোড

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর নওগাঁ জোনের অধিন ২৪৯ টি গভীর নলকূপে প্রি-পেইড মিটারের মাধ্যমে সরাসরি কৃষকগণ সেচ সুবিধা পেয়ে থাখে। প্রতিটি সেচসুবিধাভোগীর কৃষকের নামে ইউজার কার্ড রয়েছে। ইউজার কার্ড ১৫২/- টাকার বিনিময়ে নওগাঁ জোন দপ্তর হতে কৃষকদের নামে ইস্যূ করা হয়ে থাকে। কৃষকগণ মোবাইল ভেন্ডিং ইউনিট হতে যে পরিমাণ তার সেচের প্রয়োজন হবে সেই পরিমাণ টাকা রিচার্জ করে থাকেন। উক্ত কার্ডটি নওগাঁ জোনের যে কোন গভীর নলকূপের প্রি-পেইড মিটারে প্রবেশ করাবে সংগে সংগে গভীর নলকূপটি চালু হয়ে যাবে। কৃষকের যে পরিমাণ পানির পয়োজন হবে, সেই পরিমাণ পানি নিয়ে ইউজার কার্ডটি টেনে নিবে। সংগে সংগে গভীর নলকূপটি বন্ধ হয়ে যাবে। এভাবে যে কোন কৃষক যে কোন সময়ে তার চাহিদা মোতাবেক জমিতে সেচ নিতে পারবে। ডিজিটাল বাংলাদেশে এক অভূতপূর্ব সাফল্য বরেন্দ্র কর্তৃপক্ষের। তাই ঘটনাটি আসলে গল্প নয় পুরোপুরি সত্যি।